মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি পুরনো নয়: বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১৭:০৪
অ- অ+

মাইলস্টোন কলেজে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিমানটি পুরনো নয় বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেছেন, বাহিনীর বিমানের রক্ষণাবেক্ষণ মেরামতে কোনো কম্প্রোমাইজ করা হয় না।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কুর্মিটোলা বিমানঘাঁটিতে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেডে কথা জানান বিমানবাহিনী।

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।দুর্ঘটনার কারণ সম্পর্কে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বিধ্বস্ত বিমানে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

বিভিন্ন মাধ্যমে আলোচনায় আসছে যে, বিধ্বস্ত বিমানটি দীর্ঘদিনের পুরনো এবং জরাজীর্ণ ছিল। বিমানবাহিনী প্রধান এ তথ্য নাকচ করে দেন। তিনি বলেন, প্রশ্ন উঠেছে পুরনো বিমান দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে কি না। আসলে বিষয়টি হলো একটি বিমানের লাইফটাইম থাকে ৩০ বছরের মতো। এই সময়ে আমরা যাদের থেকে বিমান ক্রয় করি তাদের মাধ্যমে পুরোপুরি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়

এয়ার চিফ মার্শাল বলেন, ‘বিমানটি পুরনো নয়, প্রযুক্তি পুরনো। আমরা বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতে কোনো কম্প্রোমাইজ করি না।’

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।

ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান সেনাপ্রধান, নৌপ্রধান, বিমানপ্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

জানাজা শেষে তার মরদেহ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে নেয়া হয় নিজ শহর রাজশাহীতে।

গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ী ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমানটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের তথ্যমতে, এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬৫ জন।

(ঢাকাটাইমস/২২জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শোকের দিনে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
মাইলস্টোন ট্র্যাজেডি: সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
মানবিক বিপর্যয়ে রাজনীতি নয়: ব্যারিস্টার আনিসুল
এনসিপির পদযাত্রা আগামীকাল চাঁদপুর থেকে আবার শুরু হচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা