সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১৯:৩১
অ- অ+

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা জোরদারে সচিবালয়ের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র‌্যাবের একটি দল।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হয়। একপর্যায়ে কিছু আন্দোলনকারী সচিবালয়ের ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সচিবালয়ের নিরাপত্তা জোরদার

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচিবালয়ের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র‍্যাবের একটি দলও অবস্থান নেয়। ভেতরে আটকে পড়া কর্মকর্তা-কর্মচারীরাও একে একে সচিবালয় ত্যাগ করেন।

পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, "গতকাল রাতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটি আসে রাত ২টা ৪৫ মিনিটে, যখন আমাদের অনেকেই পরীক্ষাকেন্দ্রের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এটি শিক্ষার্থীদের প্রতি চরম অমানবিক আচরণ।"

ছাত্ররা আরও দাবি করে, পরীক্ষা স্থগিতের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগে থেকেই জানানো উচিত ছিল। এমন হঠাৎ সিদ্ধান্তে তারা মানসিকভাবে বিপর্যস্ত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা