মানবিক বিপর্যয়ে রাজনীতি নয়: ব্যারিস্টার আনিসুল

মাইলস্টোন ট্রাজিডিকে মারাত্মক মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য ও সংহতি। মানবিক বিপর্যয়ের সময় এখন রাজনৈতিক চর্চা পরিহার করে আমাদের সকলের উচিত মানবিকতা প্রদর্শন করা।’
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টি আয়োজিত এক মিলাদ মাহফিলপূর্ব আলোচনায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোকের অংশ হিসাবে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের অসংখ্য কোমলমতি শিক্ষার্থী জীবন দিয়েছে। আর অগণিত শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এই মুহূর্তে তাদের সুচিকিৎসা দরকার। আমি আশা করবো, রাষ্ট্র তাদের সুচিকিৎসা নিশ্চিত করবে।’ একই সঙ্গে যারা এই দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন সরকারের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য দাবি জানান ব্যারিস্টার আনিস।
আলোচনায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমাদের সকলের উচিত এখন হাসপাতাল এড়িয়ে চলা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, চিকিৎসকরা বারণ করার পরও নানা শ্রেণী-পেশার মানুষ হাসপাতালে ভিড় করছে। এতে করে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকা বাচ্চাগুলোর ইনফেকশন হয়ে জীবনহানির শঙ্কা বেড়ে যেতে পারে।’
মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় পার্টির পক্ষ থেকে সমবেদনা জানিয়ে হাওলাদার বলেন, ‘আমি সরকারের কাছে দাবি জানাব, প্রয়োজন হলে আহতদের বিদেশে নিয়ে চিকিৎসা প্রদান করা হোক। এক্ষেত্রে জাতীয় পার্টি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।’
মিলাদ ও দোয়া মাহফিলে আরো অংশগ্রহণ করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির নেতা সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা, নাসরিন জাহান রতনা, নাজমা আক্তার, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, মো. আরিফুর রহমান খান, সরদার শাহজাহান, হারুন আর রশীদ, জাহাঙ্গীর আলম পাঠান, আমানত হোসেন আমানত, শফিকুল ইসলাম শফিক, মোঃ বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা, সেকান্দার আলী সেরনিয়াবাত, শারমিন পারভীন লিজা, আনিসুর রহমান বাবু, মাশুক আহমেদ, শাহনাজ পারভীন, শারফুদ্দিন আহমেদ শিপু প্রমুখ।
(ঢাকাটাইমস/২২জুলাই/জেবি/মোআ)

মন্তব্য করুন