দগ্ধদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও বিশেষায়িত সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতেই এ পদক্ষেপ চূড়ান্ত হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে বিবিসি বাংলা বলছে, দগ্ধ রোগীদের নিয়ে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল মঙ্গলবারই ঢাকায় পৌঁছাবে।
সেই সূত্র বিবিসি বাংলাকে বলেন, ‘পাঠানো হচ্ছে মেডিক্যাল ইকুইপমেন্টও। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন।’
সোমবারের দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি জানান, যে কোনো প্রয়োজনে ভারত সাহায্য করতে প্রস্তুত।
একই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডলে করা এক পোস্টে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন এবং সহায়তার কথা জানান।
বিবিসি বাংলা বলছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছিল, আহতদের বেশির ভাগেরই শরীর পুড়ে গেছে – তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট ও অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধে হবে। সেই অনুরোধ অনুযায়ী দিল্লীও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং চিকিৎসক-নার্স পাঠানোর ব্যবস্থা নেয়।
(ঢাকাটাইমস/২২জুলাই/এলএম)

মন্তব্য করুন