বাড়ি আলফাডাঙ্গার গোপালপুর গ্রামে, জীবিত নয়, পুড়ে যাওয়া নিথর দেহ মিলেছে রাইসার

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ থাকা তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির (১১) মরদেহ অবশেষে পাওয়া গেছে। তবে জীবিত নয়, পুড়ে যাওয়া অবস্থায় তার নিথর দেহ মিলেছে ঢাকা সিএমএইচ হাসপাতালে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নিহত রাইসার চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকালে ঢাকা সিএমএইচে পৌঁছে মেয়ে রাইসার মরদেহ শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ।
রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের বাসিন্দা শাহাবুল শেখের মেয়ে। তিনি ঢাকার মিরপুর এলাকায় ব্যবসা করেন। দুর্ঘটনার সময় রাইসা স্কুলে ক্লাসে উপস্থিত ছিল।
রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, ‘রাইসার মরদেহ খুঁজে পেয়ে তার পরিবারে শোকের মাতম চলছে। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে, মুখমণ্ডল দেখে তার বাবা মরদেহ শনাক্ত করেন।’
চাচা ইমদাদুল শেখ জানান, রাইসার পেট থেকে মাথা পর্যন্ত অংশ দগ্ধ হয়েছে। মরদেহের নিশ্চিত শনাক্তকরণে ডিএনএ নমুনা নেওয়ার জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ নমুনা রেখে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মরদেহ হস্তান্তরের পর আজ রাতেই রাইসাকে গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় নেওয়া হবে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬৫ জন। এখনও কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।
বিধ্বস্তের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শেষ হয়েছে। হতাহতদের মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন