ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ০০:৩১| আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০০:৪১
অ- অ+

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে দেশের চারটি রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব দলের শীর্ষ নেতারা অংশ নেন এবং বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, 'আজ যারা অংশ নিয়েছেন, তারা সবাই ঐক্যমত হয়েছেন যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। ড. ইউনূসের ওপর যে হয়রানি ও চাপ চলছে, তা প্রতিহত করতে সবাই একই অবস্থানে রয়েছি।'

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলো জানিয়েছে— আমরা অতীতেও জনগণের পক্ষে ছিলাম, সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব।

বৈঠকে উপস্থিত ছিলেন— বিএনপি থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন, সলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

এর আগে মঙ্গলবার রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতি ড. মুহাম্মদ ইউনূস আহ্বান জানান, দৃশ্যমানভাবে ঐক্য প্রদর্শনের সময় এখনই। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
নিহত শিক্ষক মাহরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত, ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি
বেড়ে যত হলো স্বর্ণের দাম, কার্যকর বুধবার থেকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা