সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়া: লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১৬:৫৮| আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৭:৪৭
অ- অ+

বিভিন্ন দাবিতে বিক্ষুব্ধ হয়ে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরপূর্বক সরিয়ে দিয়েছে। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, ঘটে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষ। এতে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলবাহিনীর অনেকে আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে শত শত শিক্ষার্থী ভেতরে ঢুকে পড়েন। হঠাৎ করেই তারা সচিবালয় এলাকায় অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিক্ষার্থীদের স্রোত রুখে দিতে ব্যর্থ হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অবস্থান নেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এদের মধ্যে আহত হয়ে অন্তত ৫০ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।

শিক্ষার্থীদের ছোড়া ইট-পাটকেল ও ঢিলের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যও আহত হয়েছেন। পরে শিক্ষার্থীরা সচিবালয় এলাকা থেকে পিছু হটে জিরো পয়েন্টের দিকে অবস্থান নেয়।

জিরো পয়েন্টেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সেখানেও কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এদিকে বিকাল সাড়ে চারটার পর সচিবালয়ের সামনের আব্দুল গনি রোডে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে পুরো এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শোকের দিনে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
মাইলস্টোন ট্র্যাজেডি: সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
মানবিক বিপর্যয়ে রাজনীতি নয়: ব্যারিস্টার আনিসুল
এনসিপির পদযাত্রা আগামীকাল চাঁদপুর থেকে আবার শুরু হচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা