বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল পর্যন্ত জাতি অন্ধকারে ছিল: নাছির উদ্দিন পাটোয়ারী

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ২০:২৫
অ- অ+

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল পর্যন্ত জাতি অন্ধকারে ছিল বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টি (এনসিপির) প্রধান মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার আছর নামাজের পর নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মডেল মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পাটোয়ারী বলেন, মাইলস্টোনের শিক্ষার্থীদের কিছু দাবি যৌক্তিক ছিল। গতকাল থেকে এখনও আমরা লাশের সংখ্যা পায়নি। আজকে প্রেস ব্রিফিং হয়েছে, তারা বলেছে যে, তারা অতি দ্রুত প্রকাশ করবে, এটা যেমন আশার দিক। কিন্তু গতকাল থেকে সরকার নিরব ছিলো। সেখানে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখিনি। সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদেরকে আমরা প্রেস ব্রিফিং এ দেখিনি। এ ঘটনায় গতকাল পর্যন্ত জাতি একটা অন্ধকারে ছিল। কিন্তু আজকে তারা কথা বলেছে এটা আশার দিক।

তিনি বলেন, বিগত সরকারের একজন দলীয় সেক্রেটারি ছিলো নোয়াখালীর। সে অর্থে নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি। তবে ভবিষ্যতে যদি এনসিপি কখনও সরকার গঠন করে তাহলে উন্নয়নের প্রথম ইট নোয়াখালীতে গাঁথা হবে।

এসময় উপস্থিত ছিলেন নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্যাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রমুখ।

উল্লেখ এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নোয়াখালীতে আজ মঙ্গলবার বেলা ১১টায় পদযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সোমবার মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়। পরে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় মডেল মসজিদে বাদ আসর নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

(ঢাকা টাইমস/২২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
মিরপুরের কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা