পাইলট তৌকিরকে কুর্মিটোলায় শেষ বিদায়, বিকালে রাজশাহী সপুরা কবরস্থানে দাফন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর সপুরা কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মঙ্গলবার ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধানের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
ফিউনারেল প্যারেড হলো সামরিক বা আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা। সাধারণত কোনো সামরিক কর্মকর্তার মৃত্যুর পর এটি অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে বিমান বিধ্বস্তের পর আহত পাইলটকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিকাল পৌনে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পাইলট তৌকিরের মেজ চাচা মতিউর রহমান জানান, গতকাল তৌকিরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে। এরপর রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলে, দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
এই দুর্ঘটনায় এখন র্পযন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৫ জন।
(ঢাকাটাইমস/২২জুলাই/এলএম)

মন্তব্য করুন