উত্তরায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিশু রাইসাকে খুঁজছে তার পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১১:৫৮| আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৩:৩৩
অ- অ+

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো খোঁজ মেলেনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির (৯)।

নিখোঁজ রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। রাজধানীর মিরপুর এলাকায় পরিবারসহ থাকত সে। মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল রাইসা।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, “দুর্ঘটনার পর থেকেই আমরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ছুটছি। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। পরিবার ভেঙে পড়েছে।”

তিনি আরও বলেন, “আমরা দেশবাসীর কাছে অনুরোধ করছি—যদি কেউ রাইসার কোনো খোঁজ পান, দয়া করে আমাদের জানান। যোগাযোগের নম্বর: ০১৯১৭-২৯৮৫৩৬।”

এ ঘটনায় গোটা এলাকাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ওই সময় ক্লাস চলছিল। দুর্ঘটনার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা কেউ সরাসরি আগুনে, কেউ ধ্বংসস্তূপে এবং কেউ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

এ দুর্ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে—নিরাপত্তার এমন ঘাটতি কীভাবে সম্ভব হলে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর বিধ্বস্ত হয়? তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিখোঁজ রাইসা ও নিহত শিশুদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত। সবার একটাই প্রশ্ন লোকালয়ের মধ্যে কেন পুরোনো যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ। নদী-সাগর এলাকা যেমন পতেঙ্গা, কক্সবাজারে জনমানবশূন্য এলাকায় এসব প্রশিক্ষণ করা উচিত।

উল্লেখ্য, দুর্ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ক্যাম্পাসে আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, যিনি একাই আকাশে উড়ছিলেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

(ঢাকাটাইমস/২২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক, জামালপুরে উৎসবের আমেজ
রাতের আঁধারে নয়, ভোটের স্বচ্ছতা নিশ্চিতে দিনের আলোতেই সব কিছু চাই: সিইসি
আ.লীগ গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে: মির্জা ফখরুল
পল্লবীতে শহীদ আফনান ফাইয়াজ পরিবারের পাশে রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা