শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন, পুলিশ লাঠিচার্জে আহত অন্তত ৮০

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর সচিবালয় এলাকায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকা।
এতে আহত হয়েছেন অন্তত ৮০ জন, যাদের মধ্যে শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্যও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে কয়েক হাজার শিক্ষার্থী ‘আবরার পদত্যাগ চাই’ স্লোগানে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিল। এ সময় পুলিশের বাধার মুখে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করে। পাল্টা প্রতিরোধে শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ চাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
(ঢাকাটাইমস/২২জুলাই/এলএম)

মন্তব্য করুন