কুষ্টিয়ায় ১৩১ কোটি ৯৩ লাখ টাকার মাদক, অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় গত এক বছরে ১৩১ কোটি ৯৩ লাখ টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিজিবি ৪৭ ব্যাটালিয়নের আয়োজনে মিডিয়া ব্রিফিং এ তথ্য জানানো হয়।
মিডিয়া ব্রিফিং এ বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ।
এসময় তিনি বলেন, গত এক বছরে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অভিযানে ৫ স্বর্ণ পাচারকারীসহ ৫ দশমিক ৩২১ কেজি স্বর্ণ, ৭ জন আসামিসহ ৬টি বিদেশি পিস্তল, ৩টি সিঙ্গেল সুটার পিস্তল, ২টি সিঙ্গেল শটগান, ২টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপগান, ৯টি ম্যাগাজিন, ৩২ রাউন্ড গুলি, ৯৩ জন চোরাকারবারীসহ ৯ হাজার ৩৭০ বোতল বিদেশি মদ, ৬৪ বোতল দেশীয় মদ, ১৫ হাজার ৪৩৩ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার ৭৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬ দশমিক ৪৩ কেজি হেরোইন, ১ লাখ ৫০ হাজার ৮৩৬ পিস যৌন উত্তেজন ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১ দশমিক ৩২ কেজি কোকেন এবং ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় ১২০ কেটি ৯৬ লাখ টাকা।
এছাড়া ৪৭ বিজিবির যৌথ টাস্ক ফোর্স অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ হাজার ৪৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, ১ হাজার ৫৪৪ পিস অবৈধ কসমেটিস সামগ্রী, ২ হাজার ৮৮০ কেজি ভারতীয় বেহুন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার ১৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার ৯৭০ কেজি কারেন্ট জাল, ২টি অবৈধ জাল তৈরির মেশিন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা।
তিনি আরো বলেন, গত ৩১ মে এবং ২৬ জুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ১৭ জন বাংলাদেশিকে পুশইন করলেও পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে আর কোন পুশইন ঘটেনি।
অধিনায়ক আরো জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করণের ফলে ঈদ উল আজহায় কোন গরু পাচার হয়নি। এছাড়া মাদক পাচারে সংশ্লিষ্ট কয়েকজনকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য বিজিবির উদ্যোগে মুলধনসহ দোকান করে দেওয়া হয়েছে। এবং মাদক পাচার ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
ব্রিফিং এ তিনি নদী ও পরিবেশ রক্ষায় জেলেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় জলজ পরিবেশবান্ধব জাল এবং মাছ ধরার সরঞ্জাম ব্যবহারে আহবান জানান।এর আগে সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
(ঢাকা টাইমস/২২জুলাই/এসএ)

মন্তব্য করুন