জামালপুরে গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১৬:৩৩
অ- অ+

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৭৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ।

গ্রেপ্তারকৃত মোছা. সুজেদা (৩৮) মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের বেলাল মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র বিশেষ অভিযান মেলান্দহ থানার রায়ের বাকাই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪টি সাদা প্লাস্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ২৮টি প্যাডিতে মোট ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য ২২ লাখ ২০ হাজার টাকা।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিধানিক দল মেলান্দহে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/২২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শোকের দিনে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
মাইলস্টোন ট্র্যাজেডি: সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
মানবিক বিপর্যয়ে রাজনীতি নয়: ব্যারিস্টার আনিসুল
এনসিপির পদযাত্রা আগামীকাল চাঁদপুর থেকে আবার শুরু হচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা