বিমান বিধ্বস্ত: পাইলটসহ ৫ জনকে নেয়া হয়েছে সিএমএইচে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ছাত্র মারা গেছেন বলে দাবি করেছেন মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি জানান, কলেজ এরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এছাড়া অনেক হতাহত হয়েছেন বলেও জানিয়েছেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।
ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ স্থানীয় জনতা এবং শিক্ষার্থী-অভিভাবকরাও যোগ দিয়েছেন।
(ঢাকা টাইমস/২১জুলাই/এসএ)

মন্তব্য করুন