উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১৫:১৯| আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৫:৩১
অ- অ+

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এছাড়া অন্যান্য হাসপাতালে অসংখ্য শিক্ষার্থী চিকিৎসা নিতে জরুরি বিভাগে রয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী-শিশুসহ অন্তত ২৬ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী রয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

উল্লেখ্য, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।

(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বাংলাদেশের ব্লু-ইকোনমির স্বপ্নপূরনে সদা সচেষ্ট বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের সঙ্গে ব্যাংক এশিয়ার পার্টনারশীপ
১২ দলীয় জোট থেকে জাগপাকে অব্যাহতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা