উত্তরায় বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১৪:২২| আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৫:১৬
অ- অ+

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় এদিন বেলা ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

এ দুর্ঘটনায় হতাহত সংখ্যা জানাতে সময় লাগবে বলে জানান তিনি। এর আগে এদিন দুপুর ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট যোগ দেয়।

জানা গেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদেরও ঘটনাস্থলে দেখা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

(ঢাকাটাইমস/২১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শোকের দিনে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
মাইলস্টোন ট্র্যাজেডি: সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
মানবিক বিপর্যয়ে রাজনীতি নয়: ব্যারিস্টার আনিসুল
এনসিপির পদযাত্রা আগামীকাল চাঁদপুর থেকে আবার শুরু হচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা