জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের বেশির ভাগই শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।
সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত সেখানে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। আহতদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা বেশি বলে জানা গেছে।
এ ঘটনার পর এরই মধ্যে মাইলস্টোন কলেজের সামনে শিক্ষার্থীদের স্বজনরা ভিড় করছেন। শিক্ষার্থীদের অভিভাবকদের আহাজারি লক্ষ করা গেছে।
লাকি আক্তার নামে এক অভিভাবক বলেন, ‘আমার দুই সন্তান এখানে পড়ত। বড় সন্তানকে বের করা গেছে। তবে ছোট সন্তান এখনো আটকে আছে। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না।’
ফেরদৌসি বেগম বলেন, ‘আমার মেয়ে ভেতরে আটকা পড়েছে। মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না।’
মাইলস্টোন কলেজের অধ্যাপক সবুজ মিয়া বলেন, ‘স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল ছুটি হয়ে গেছে। কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে, অনেকে ভেতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায়।’
(ঢাকাটাইমস/২১জুলাই/এলএম)

মন্তব্য করুন