নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ: মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হাইকোর্টের রুল

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় হাইকোর্ট ক্ষতিপূরণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ একাধিক নির্দেশনা দেন। এতে বলা হয়েছে, নিহত শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
একইসঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের মোবাইল নম্বর এবং রক্তের গ্রুপ সংযুক্ত করতে শিক্ষা সচিবকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদালত আরও নির্দেশনা দিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে ৭ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি আহতদের দেশে-বিদেশে সরকারি খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
প্রতিটি নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি প্রতি মাসে আদালতকে জানাতে বলা হয়েছে এবং ব্যর্থতা ছাড়াই তা করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনিসুর রহমান রায়হান। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে তিনি রিটটি করেন। রিটে প্রতিরক্ষা সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সাতজনকে বিবাদী করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম ও ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
আদালতের আদেশে আরও বলা হয়, ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ত্রুটিপূর্ণ ও প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তদন্ত কমিটির কাজ হবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, ত্রুটিপূর্ণ বিমান চিহ্নিত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান।
এ বিষয়ে অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, “হাইকোর্টের নির্দেশনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে। এতে শুধু দুর্ঘটনার ক্ষতিপূরণ নয়, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।”
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা হতাহত হন। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।
(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)

মন্তব্য করুন