মাইলস্টোন ট্র্যাজেডির শোক শেষে চাঁদপুর থেকে আবার পদযাত্রা শুরু এনসিপির

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১১:১৫| আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:১০
অ- অ+

রাষ্ট্রীয় শোক পালন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবার পদযাত্রা শুরু হলো। মাসব্যাপী পদযাত্রার ধারাবাহিকতায় আজ বুধবার সকালে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা হচ্ছে।

গতকাল মঙ্গলবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির নেতারা।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম বলেন, এই পদযাত্রা একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে যাচ্ছে চাঁদপুরবাসীর জন্য, যা আগামী দিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।

আজকের পদযাত্রার কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, সকাল ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা, দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন ও বেলা ২টায় দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে চাঁদপুর পর্ব।

আজকের পদযাত্রায় উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।

গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী ৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জন শিশু। হাসপাতালে চিকিৎসাধীন দেড় শতাধিক। তাদের বেশির ভাগ শিক্ষার্থী।

মাইলস্টোন ট্র্যাজেডিতে সোমবারের কর্মসূচি মাঝপথে স্থগিত করে মঙ্গলবারও পদযাত্রা বন্ধের কথা জানায় এনসিপি। গতকাল সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

আজ আবার পদযাত্রায় নামছে তরুণদের দলটি।

(ঢাকাটাইমস/২৩জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার চাইলে আমি চলে যাব, নিজে থেকে পদত্যাগ করব না: শিক্ষা উপদেষ্টা
দগ্ধ ৪৪ জনের চিকিৎসা চলছে, ৮ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট পরিচালক
সাংবাদিকদের জন্য ইসির নতুন নীতিমালা: ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নিষেধ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৩৯১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা