টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১৭:০৩| আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৭:০৬
অ- অ+

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই (রবিবার) বিকাল ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নোয়াখালীপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।

পরবর্তীতে ২২ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোটটির ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মালিক পক্ষের কাছ থেকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার করা মাছ নিলামে বিক্রি করে ২০% ভ্যাটসহ মোট ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

(ঢাকা টাইমস/২৩জুলাই/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা