পাওনা টাকা চাওয়ায় ভাইয়ের হাতে বোন খুন 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১৭:২২| আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৭:২৩
অ- অ+

পাওনা টাকা চাওয়ায় যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমিন (৩৫) নামে এক নারী খুন হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সুজলপু গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের সাহারুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া শিমুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী শিমুল হোসেন জানান, একই এলাকার বড় ভাই খোকনের স্ত্রী সালমার কাছে ২ হাজার টাকা পায়। বুধবার বেলা ১১টার দিকে পাওনা টাকা চাইতে শারমিন ও তার স্বামী খোকনের বাড়িতে যান। পাওনা টাকা চাওয়ায় খোকনের স্ত্রী সালমা ক্ষিপ্ত হয়ে শারমিনের সাথে গোলযোগ করেন। পরে খোকনকে ডেকে নিয়ে আসেন। খোকন এসে ধারালো অস্ত্র দিয়ে শারমিনকে কুপিয়ে জখম করেন।

পরে আমরা শারমিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মর্গে পাঠান।

খোকন একই এলাকার কাসেম মোল্লার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়াশেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/২৩জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা