সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ২১:১৪
অ- অ+

পাবনার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু (৫০) গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাজধানীর পল্টন এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

এদিন রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাহবুবুল আলম বাচ্চু পাবনা জেলার সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাঁথিয়া থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়েরকৃত মামলার আসামি। সাঁথিয়া থানা পুলিশের আবেদনের ভিত্তিতে এদিন তাকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান জানান, এ মামলা ছাড়াও তার বিরুদ্ধে পাবনার সাঁথিয়া ও বেড়া থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা