শাহসুফি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (কঃ) ইন্তেকাল, বিএফইউজে মহাসচিবের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১৯:১৯
অ- অ+

চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক পুরুষ, অলিয়ে কামেল আলহাজ শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (কঃ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী।

এক শোকবার্তায় কাদের গনি চৌধুরী বলেন,“ত্বরিকতের প্রচার-প্রসার এবং মাইজভান্ডারী তরিকার মূল নির্যাস মানবকল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন তিনি। তিনি শুধুমাত্র আধ্যাত্মিক পথপ্রদর্শকই ছিলেন না, বরং মানবতার কল্যাণে তার সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার শক্তি দান করুন।”

জানা গেছে, বুধবার বাদ এশা মাইজভান্ডার শরীফের শাহী ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে।

ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী অলিয়ে কামেল শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (কঃ) ছোট ভাই। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ, তার অন্য তিন ভাই ইতোমধ্যে ইন্তেকাল করেছেন।

তিনি ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং অছিয়ে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার। তিনি গাউছুল আজম (ক.)-এর একজন আওলাদ এবং মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন।

একইসঙ্গে, তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ত্বরিকতের আলোচনা ও অনুষ্ঠানসমূহে নিয়মিত অংশগ্রহণ করে মাইজভান্ডারী তরিকার শিক্ষা ও আদর্শ প্রচারে রেখেছেন অনন্য অবদান।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা