সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ২৩:৩৬
অ- অ+

দুর্নীতি ও অনিয়মের অভিযোগের অনুসন্ধান চলমান থাকা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার দুদকের আলাদা আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে নিজের এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে। এসব কাজে সহায়তা করা অভিযোগে তার স্ত্রী হীরার বিরুদ্ধেও তদন্ত চলছে।

এর আগে, গত বছরের ২৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মো. আবদুল বাতেন ও তার স্ত্রী হীরার নামে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিক্যাল টিম ঢাকায়
বাচ্চাদের চিকিৎসার জন্য কোন দেশ ভেদাভেদ করছি না: বার্ন ইন্সটিটিউট পরিচালক
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
হাতিয়ার সাগরে ভাসমান ট্রলার থেকে ১৪ জেলে উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা