ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা ও মদ জব্দ

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা, ২৭ বোতল হুইস্কি ও ১২ বোতল বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার টাকা। এসব মালামাল স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান দমনে আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসব অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

মন্তব্য করুন