গাজীপুরে পুলিশ পরিচয়ে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১৫:০০| আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৫:৪৭
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে পুলিশ পরিচয় দিয়ে পরিবারের সদস্যকে জিম্মি করে দেয়াল টপকে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) দিনগত রাত ৩টার দিকে পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আফাজ উদ্দিন মণ্ডলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালো মুখোশধারী ২০/২৫ জনের একটি ডাকাত দল বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে তারা।

এরপর আলমারি ও শোকেস ভেঙে প্রায় ১০ লাখ টাকা নগদ, ৭ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, জমির কাগজসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী আফাজ উদ্দিন মণ্ডল বলেন, ডাকাতরা প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে অস্ত্রের মুখে আমাকে এবং পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে বলে, তোমার ঘরে অনেক টাকা আছে, তাই এসেছি। প্রায় এক ঘণ্টা ধরে তারা বাড়ির প্রতিটি ঘর তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে চলে যায়।

তার ছেলে ইলিয়াস কাঞ্চন জানান, ‘ডাকাত দলের সদস্যদের সবাই মুখোশ পরে ছিল, অনেকে হাফ প্যান্ট পরা ছিল। তারা চোখ-মুখ বেঁধে আমাদের জিম্মি করে।

ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, ‘চোখের সামনে নিজের গয়না দিতে হয়েছে। না দিলে মেরে ফেলার হুমকি দেয়।’

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা