গাজীপুরে অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা
পুলিশকে পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ঢাকা রেঞ্জ ডিআইজির

গাজীপুর জেলা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা। ঢাকা রেঞ্জের সম্মানিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন ডিআইজি মল্লিক। সভায় তিনি জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে মূল্যায়ন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও জবাবদিহিমূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরবর্তীতে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা। সভার শুরুতেই সম্মান জানানো হয় রাজধানীর মাইলস্টোন হাই স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতিতে। উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যাগুলো উন্মুক্তভাবে উপস্থাপন করেন। ডিআইজি মল্লিক মনোযোগ দিয়ে সদস্যদের কথা শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
পরিবেশ সচেতনতাকে গুরুত্ব দিয়ে ডিআইজি পুলিশ লাইন্স চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি জেলা পুলিশ রিজার্ভ অফিসও পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
এ ধরনের সভা জেলা পুলিশের কর্মপ্রেরণা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন