‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’—বলা সেই পুলিশ কর্তাসহ তিনজন বরখাস্ত

ছাত্র-জনতার আন্দোলন দমনে সরাসরি গুলিতে জড়িত ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
এই তিন কর্মকর্তা হলেন— ওয়ারীর সাবেক ডিসি (বর্তমানে পলাতক) মোহাম্মদ ইকবাল হোসাইন, সুপারনিউমারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হাসানুজ্জামান মোল্যা (পলাতক) এবং গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশ যখন গুলি চালাচ্ছিল তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের তৎকালীন ডিসি ইকবাল হোসাইন। সেই ঘটনার একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইন বলছেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’
এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে পালিয়ে যায় ইকবাল। একাধিকবার তার গ্রেপ্তারের গুঞ্জন উঠলেও তার সত্যতা মেলেনি। ধারণা করা হয়, তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন।
(ঢাকাটাইমস/২৩ জুলাই/এসএস)

মন্তব্য করুন