উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২, তদন্তে ৭ সদস্যের কমিটি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তবে এখনো পর্যন্ত সিএমএস হাসপাতালের মর্গে রাখা ছয়টি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ডিএনএ পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল মরদেহগুলোর নমুনা সংগ্রহ করেছে। এসব নমুনা পাঠানো হয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ল্যাবরেটরিতে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিরলসভাবে কাজ করছে কর্তৃপক্ষ।
এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন এখনো ঢাকার বিভিন্ন হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসা সহায়তার অংশ হিসেবে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার দিবাগত রাতে তাদের স্বাগত জানান।
নিহত, আহত এবং নিখোঁজ শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সঠিক সংখ্যা ও পরিচয় নির্ধারণ এবং প্রশাসনিক ত্রুটি খতিয়ে দেখতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ একটি সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেছে। আজ (বুধবার) দুপুরে শিক্ষার্থীদের দশ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসবে বলে জানা গেছে। দাবি আদায়ে তারা শান্তিপূর্ণ আন্দোলনের পাশাপাশি প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার পথ বেছে নিয়েছে।
এদিকে দুর্ঘটনার তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত এবং জনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণ বন্ধের দাবিও জোরালো হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ বহু মানুষ হতাহত হন। ঘটনা তদন্তে এরইমধ্যে হাইকোর্টের নির্দেশে একটি সরকারি তদন্ত কমিটি এবং মাইলস্টোনের নিজস্ব কমিটি কাজ শুরু করেছে।
(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)

মন্তব্য করুন