চীনের হুজু ব্যাংকের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি

কৌশলগত ব্যবসায়িক সহযোগিতা কাঠামোর মাধ্যমে আন্তঃদেশীয় অর্থায়নের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে চীনের ব্যাংক অব হুজু, মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস এবং দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
সম্প্রতি চীনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, ব্যাংক অব হুজু’র ভাইস প্রেসিডেন্ট উ রঙ্গলিন এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আমিরুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং স্বাক্ষরিত চুক্তিপত্রটি ব্যাংক অব হুজু’র এর চেয়ারম্যান প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম এর কাছে হস্তান্তর করেন।
(ঢাকা টাইমস/২৩জুলাই/এসএ)

মন্তব্য করুন