মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন পাঁচতলা ভবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১৩:৪৫| আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩:৫৬
অ- অ+

রাজধানীর মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে হঠাৎ আগুন লেগে যায়। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর মেইন রোডের সিটি মাঠের পাশে অবস্থিত এই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে স্কুল ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচতলা বিশিষ্ট ভবনের সর্বত্রই ঘন ধোঁয়ার সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুনের কারণ ও কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় স্কুলে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করে এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুরো ভবনটি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান চলছিল।

(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা