টেকনাফে সরকারি ২ লাখ চারাগাছ কেটে ফেলার অভিযোগ

কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী এলাকায় বন বিভাগের আওতাধীন একটি সরকারি প্রকল্পের নার্সারি থেকে প্রায় ২ লাখ বনজ চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মুহাম্মদ হোছনের ছেলে জহির মিয়াগং প্রকাশ্যে এই চারা কাটলেও বিষয়টি নিয়ে প্রশাসন নীরব।
এদিকে পরিবেশ পুনরুদ্ধার ও প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষার উদ্দেশ্যে এই অঞ্চলে বড় পরিসরে বনায়ন কার্যক্রম শুরু হয়। খারাংখালী এলাকায় রোপণের জন্য প্রায় ২ থেকে আড়াই লাখ বনজ গাছের চারা গজানো হয়। এই গাছগুলো পূর্ণতা পেলে তা শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতির জন্যও বড় অবদান রাখত। অথচ সেই সম্ভাবনাগুলো আজ কাটা পড়ে শুকনো গুঁড়িতে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ লাখখানেক চারা কাটার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা এ ঘটনায় জিডি করেছি। মামলা না করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সে সবসময় নার্সারি পাহারা দিতে পারবে না, মামলা করলে অবশিষ্ট চারাও কেটে ফেলবে, সে ভয়ে তিনি মামলা করেননি।
(ঢাকা টাইমস/২৩জুলাই/এসএ)

মন্তব্য করুন