টেকনাফে সরকারি ২ লাখ চারাগাছ কেটে ফেলার অভিযোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ২১:১৪
অ- অ+

কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী এলাকায় বন বিভাগের আওতাধীন একটি সরকারি প্রকল্পের নার্সারি থেকে প্রায় ২ লাখ বনজ চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মুহাম্মদ হোছনের ছেলে জহির মিয়াগং প্রকাশ্যে এই চারা কাটলেও বিষয়টি নিয়ে প্রশাসন নীরব।

এদিকে পরিবেশ পুনরুদ্ধার ও প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষার উদ্দেশ্যে এই অঞ্চলে বড় পরিসরে বনায়ন কার্যক্রম শুরু হয়। খারাংখালী এলাকায় রোপণের জন্য প্রায় ২ থেকে আড়াই লাখ বনজ গাছের চারা গজানো হয়। এই গাছগুলো পূর্ণতা পেলে তা শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতির জন্যও বড় অবদান রাখত। অথচ সেই সম্ভাবনাগুলো আজ কাটা পড়ে শুকনো গুঁড়িতে পরিণত হয়েছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, চারা কাটার ঘটনা দীর্ঘদিন ধরে চলছিল, কিন্তু বন বিভাগ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বিষয়টি জেনেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেননি।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ লাখখানেক চারা কাটার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা এ ঘটনায় জিডি করেছি। মামলা না করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সে সবসময় নার্সারি পাহারা দিতে পারবে না, মামলা করলে অবশিষ্ট চারাও কেটে ফেলবে, সে ভয়ে তিনি মামলা করেননি।

(ঢাকা টাইমস/২৩জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা