নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ০০:০৫| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০০:১৫
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ–২ থেকে জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, কর্মস্থলে পেশাদার, শালীন ও মার্জিত পোশাক পরতে হবে।

নির্দেশনায় নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না, কিংবা অন্যান্য শালীন পোশাক পরার কথা বলা হয়েছে। তবে র্ট স্লিভ ও লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যর পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। এছাড়া যারা হিজাব পরতে ইচ্ছুক তাদের জন্য সাদামাটা রঙের হিজাবের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে

পুরুষ কর্মীদের ক্ষেত্রে ফরমাল শার্ট (লম্বা বা হাফ হাতা), ফরমাল প্যান্ট ও ফরমাল জুতা পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। জিনস ও গ্যাবার্ডিন জাতীয় প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি বিভাগ, ইউনিট ও প্রকল্পভিত্তিক একজন কর্মকর্তাকে মনোনয়ন দিয়ে এসব নির্দেশনার বাস্তবায়ন তদারক করতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ গঠনের জন্য বিভাগীয় প্রধানকে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “এক প্রতিষ্ঠানে সবাই যেন এক ধরনের পেশাদার ও মার্জিত পোশাকে থাকে, সেই লক্ষ্যেই নির্দেশনাটি জারি করা হয়েছে। এতে অফিসে শৃঙ্খলা ও মানসিক সাম্য বজায় থাকবে।”

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকে প্রতিবছর শত শত তরুণ-তরুণী নতুন করে যোগ দিচ্ছেন। তাদের অনেকের মধ্যেই এখনো বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রের আচরণ লক্ষ্য করা যায়। কয়েক মাস ধরে পর্যবেক্ষণের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নির্দেশনা শুধুমাত্র অফিস সময়ের জন্য প্রযোজ্য। ব্যক্তি জীবনে কে কী পোশাক পরবেন, সেটি সম্পূর্ণ স্বাধীনতা বলে জানিয়েছেন আরিফ হোসেন খান।

তবে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম এই নির্দেশনায় বিস্ময় প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে কেউ অশালীন পোশাক পরে যান না। পোশাক নিয়ে এমন নির্দেশনা আগে কখনো দেখিনি। এর মাধ্যমে একটি সাংস্কৃতিক বলয় তৈরির প্রচেষ্টা চালানো হচ্ছে।”

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেগুলো বাদ দিয়ে কে কী পোশাক পরবে, তা নির্ধারণ করার প্রয়োজন ছিল না। পেশাগত দায়িত্ব ঠিকভাবে পালন করা হচ্ছে কি না, সেটাই হওয়া উচিত ছিল কর্তৃপক্ষের নজরের বিষয়।”

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিক্যাল টিম ঢাকায়
বাচ্চাদের চিকিৎসার জন্য কোন দেশ ভেদাভেদ করছি না: বার্ন ইন্সটিটিউট পরিচালক
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
হাতিয়ার সাগরে ভাসমান ট্রলার থেকে ১৪ জেলে উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা