গেল এক সপ্তাহে

সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৬২ জন, উদ্ধার অবৈধ অস্ত্র ও মাদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ২০:২২| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২০:২৯
অ- অ+

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এক সপ্তাহে আটক হয়েছে ২৬২ জন অপরাধী। গত ১৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত পরিচালিত এই অভিযানগুলোতে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী এবং চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ দেশের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেয় র‍্যাব, পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও।

এ সময়ে অভিযানে উদ্ধার করা হয়েছে— ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩৩ রাউন্ড গুলি, ১৫টি শর্টগানের কার্তুজ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

সেনাবাহিনী জানায়, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা দেখলে সাধারণ মানুষকে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা