কলা দিয়ে বানানো ৬০ লাখ ডলারের ‘শিল্পকর্ম’ খেয়ে ফেললেন দর্শক!

বিশ্ববিখ্যাত ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের আলোচিত শিল্পকর্ম ‘কমেডিয়ান’ — যা আসলে দেয়ালে টেপ দিয়ে লাগানো একটি তাজা কলা — ফের এক দর্শনার্থীর খাদ্য হয়ে উঠেছে। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর মেটজের সেন্টার-পম্পিডু গ্যালারিতে এই ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত ১২ জুলাই একজন দর্শনার্থী ‘কমেডিয়ান’ শিরোনামের কলাটি গ্যালারির দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। গ্যালারির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে দ্রুত সময়ের মধ্যে, তবে নিরাপত্তা দল অভ্যন্তরীণ নিয়ম অনুসারে তাৎক্ষণিক ও শান্তভাবে ব্যবস্থা নেয়। এরপর কয়েক মিনিটের মধ্যেই শিল্পকর্মটি পুনরায় প্রদর্শনের জন্য বসানো হয়।
গ্যালারির বিবৃতিতে বলা হয়েছে, “কলাটি একটি পচনশীল উপাদান হওয়ায় শিল্পীর নির্দেশ অনুযায়ী সেটি নিয়মিত প্রতিস্থাপন করা হয়।”
যদিও এ ঘটনায় পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবুও এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বহুবার ক্যাটেলানের এই ব্যতিক্রমধর্মী শিল্পকর্ম ‘কমেডিয়ান’ শিকার হয়েছে দর্শনার্থীদের ক্ষুধার।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘আর্ট বাসেল মিয়ামি’ আর্ট ফেয়ারে প্রথম প্রদর্শিত হওয়ার সময় পারফরম্যান্স শিল্পী ডেভিড দাতুনা দর্শকদের সামনে কলাটি খুলে খেয়ে ফেলেন। সেই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পরবর্তীতে ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার লিউম মিউজিয়াম অব আর্টে এক আর্টের ছাত্র একই কাণ্ড ঘটান। এমনকি ২০২৪ সালে চীনা ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান, যিনি ৬.২৪ মিলিয়ন ডলারে ‘কমেডিয়ান’ কিনে নিয়েছিলেন, তিনিও পরে কলাটি খেয়ে ফেলেন।
সেন্টার-পম্পিডু মেটজ গ্যালারি এই ঘটনার প্রেক্ষিতে রসিকতা করে জানিয়েছে, “সম্ভবত এটি গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি খাওয়া শিল্পকর্ম।”
শিল্পকর্মটির উদ্দেশ্য ব্যাখ্যা করে গ্যালারি জানায়, “‘কমেডিয়ান’ আর্থিক বাজারের অযৌক্তিকতা এবং শিল্পমূল্যের ধারণাকে প্রশ্নবিদ্ধ করাই মূল লক্ষ্য। এটি আধুনিক শিল্পের এক অনন্য ব্যঙ্গাত্মক উপস্থাপনা।”

মন্তব্য করুন