থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে এএসআই মহসিন আলীর ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২টায় থানার পেছনের সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সাঘাটা থানায় ঢুকে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই যুবক। হামলার পরপরই তিনি থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়েন। পুলিশ ও স্থানীয়রা রাতভর পুকুরে তল্লাশি চালালেও তাকে খুঁজে পায়নি।
শুক্রবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে হামলাকারী যুবকের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ‘হামলাকারীর লাশ ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এএসআই মহসিন আলী বর্তমানে সুস্থ আছেন।’
এদিকে আহত এএসআই মহসিন আলীকে বৃহস্পতিবার রাতেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

মন্তব্য করুন