গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১৭:১৭
অ- অ+

নরসিংদীর শিবপুরে বাড়ির পাশে গর্তের জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (কাঠালতলা) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের প্রবাসী শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া ও সোহেল মিয়ার মেয়ে মায়ামনি।

স্বজনরা জানান, আলিফ মিয়া ও মায়ামনি বাড়ির উঠোনে খেলা করছিল। কিছু সময় পর তাদের উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাদের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তবে কেউ কোনো অভিযোগ করেনি।

(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার 
স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার : আমিনুল হক
ডেকে এনে কাজ করানো হলেও পারিশ্রমিক দেওয়া হয়নি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা