গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো রাইসা মনি

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত রাইসা মনি।
বৃহস্পতিবার রাতে ডিএনএ টেস্ট শেষে পরিচয় শনাক্ত করে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করেন পুলিশ। তার মৃতদেহ শুক্রবার সকাল ৬টার দিকে গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়। এসময় গ্রামটিতে কান্নার রোলে বাতাস ভারী হয়ে উঠে। এসময় শোকে স্তব্ধ মা-বাবার সাথে শোকে বিহ্বল হয়ে পড়ে আত্মীয়-স্বজন ও পুরো এলাকাবাসী।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে বাজড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি টিম।
পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসা সূত্রে রাজধানীতে পরিবার নিয়ে থাকেন শাহাবুল ইসলাম দম্পতি। সন্তানদের ভালো স্কুলে পড়ালেখা শিখিয়ে উচ্চশিক্ষায় সু-শিক্ষিত করে গড়ে তুলতে দুই মেয়েকে ভর্তি করেছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। রাইসা মনি তৃতীয় শ্রেণিতে পড়তো। একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বড় বোন সিনথিয়া। বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের স্বপ্নও পুড়ে গেছে সন্তানের দেহের মতো। তিন সন্তানের মধ্যে এক সন্তানের মৃত্যুতে শোকে কাতর শাহাবুল-মিম দম্পতি। রাইসা মনির জন্মের দুই বছর আগে তাদের কোলজুড়ে আসে তার বড় বোন সিনথিয়া(১৩) ও সবছোট ছেলে রাফসান শেখ (৪)।
রাইসা মনির বাবা শাহাবুল শেখ জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরদিন ২২ জুলাই মৃতদেহের মধ্যে আমার মেয়েকে শনাক্ত করি। পরে ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা। ডিএনএ পরীক্ষা নিরীক্ষা করে আমার মেয়ের রাইসা মনি মরদেহ শনাক্ত করার পর আমাদের কাছে হস্তান্তর করা হয়। রাতেই মেয়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফিরে আসি। বাড়িতে পৌঁছাতে ভোর হয়ে যায়।
গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওবায়দুর রহমান বলেন, রাইসা মনির অকাল মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে বিহ্বল। তার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর হৃদয়-বিদারক দৃশ্যর অবতারণা হয়। এমন কোন মানুষ নেই যে তার জন্য কাঁদেনি।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, রাইসা মনির দাফন সম্পন্ন হয়েছে। আমি তার পরিবারের সাথে কথা বলেছি। তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, এমন পরিস্থিতিতে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে যায়। আমি নিজেও শোকে বাকরুদ্ধ।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়।(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

মন্তব্য করুন