আওয়ামীপন্থি ফেসবুক পেজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত

আওয়ামীপন্থি ফেসবুক পেজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, মহেশখালীতে উগ্রবাদী হামলায় নয়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতার হাতে নিহত বিএনপি নেতার আত্মীয়স্বজনের হামলার শিকার হন তার (ছা্ত্রলীগ নেতা) বোন নারী ফুটবলার।
বাংলাফ্যাক্ট জানায়, উগ্রবাদীরা নারী ফুটবলার পারভীন সুলতানার পায়ের রগ কেটে দিয়েছে, এমন দাবি করে একটি তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘বিডিডাইজেস্ট’ নামের একটি পেজ থেকে এটি ছড়ায়।
‘বিডিডাইজেস্ট’ আওয়ামীপন্থি পেজ বলে শনাক্ত হয়েছে। এই পেজের পোস্টে বলা হয়েছে, হামলাকারীরা ‘ফুটবল খেলা ইসলামে হারাম’ দাবি করে তার বাম পায়ের রগ কেটে দিয়েছে। এছাড়াও অনলাইন গণমাধ্যম বার্তা বাজার তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, ফুটবলার পারভীন সুলতানার পায়ের রগ কেটে দিয়েছে উগ্রবাদীরা।
বাংলাফ্যাক্ট টিম একাধিক সূত্রে আলোচিত দাবিটি যাচাই করে এর সত্যতা খুঁজে পায়নি।
বাংলাফ্যাক্ট জানায়, গত ১৪ এপ্রিল দৈনিক ইনকিলাবে ‘মহেশখালীতে ছাত্রলীগ নেতার হাতে বিএনপি কর্মী খুন, রাজনীতি নিয়ে কথা কাটাকাটি’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে বলা হয়, মহেশখালীতে রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে রশিদ আহমদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে অমিত ইকবাল নামের এক ছাত্রলীগ নেতা। তিনি কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে, ভুক্তভোগী রশিদ আহমদ কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।
প্রতিবেদনে আরো বলা হয়, রশিদ আহমদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুলকে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে বাংলাফ্যাক্ট টিম নিশ্চিত হয়, রশিদ আহমদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ছাত্রলীগ নেতা অমিত ইকবাল ফুটবলার পারভীন সুলতানার আপন ভাই। স্থানীয়রা জানায়, রশিদ আহমদের হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বজনেরা ফুটবলার পারভীন সুলতানা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে।
তবে সে সময় পারভীন সুলতানার পায়ের রগ কাটা হয়েছে কিনা সে বিষয়ে স্থানীয় পুলিশ ও গণমাধ্যমকর্মীরা নিশ্চিত করে বলতে পারেননি।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বাংলাফ্যাক্টকে জানান, ‘এটি গত এপ্রিল মাসের ঘটনা। পারভীন সুলতানাসহ তার ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। পরে মেয়েটি বাড়িতে এলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। তবে আমরা তার পায়ের রগ কাটার বিষয়ে কোনো তথ্য পাইনি। ফুটবল খেলার কারণে তাকে মারধর করা হয়েছিল এমন তথ্যও আমাদের কাছে নেই।’
পারভীন সুলতানার সঙ্গে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রগ কাটার দাবির বিষয়ে কোনো মেডিকেল তথ্য সরবরাহ করতে পারেননি।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, পারভীন সুলতানার ভাই অমিতের হাতে স্থানীয় বিএনপি নেতা রশিদ আহমেদ খুনের ঘটনায় পরবর্তীতে বিক্ষুব্ধরা পারভীনের ওপরও হামলা করে।
কিন্তু হামলার সঙ্গে তার ফুটবলার হওয়া কিংবা ধর্মীয় কোনো সংযোগ নেই। তাছাড়া, উগ্রবাদীরা নয় বরং ব্যক্তির আত্মীয়স্বজনেরা এই হামলার সঙ্গে জড়িত বলে জানা যায়।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
(ঢাকাটাইমস/২৫জুলাই/মোআ)

মন্তব্য করুন