স্কুলছাত্রীকে জড়িয়ে ধরে কারাগারে গেলেন সবজি বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৯:১৯| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৯:২৮
অ- অ+

রাজধানীর তেজগাঁও এলাকায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শালীনতাহানির অপরাধে হারুন অর রশিদ নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে তেজগাঁও রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আসিফ উদ্দিন মিয়া তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদালতে পাঠান।

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী এদিন সকাল আটটার দিকে পূর্ব নাখাল পাড়ার ভূইয়া ফার্মেসির গলি দিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে হারুন অর রশিদ নামের ওই ব্যক্তি শিক্ষার্থীর পথরোধ করে এবং তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এসে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ এবং এসিল্যান্ড অফিসে খবর দেন। পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল এবং সহকারী কমিশনার ভূমি আসিফ উদ্দিন মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে ওই ব্যক্তি স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়।

গ্রেপ্তারকৃত আসামি একজন ভ্রাম্যমান সবজি বিক্রেতা বলে জানা গেছে। তিনি পূর্ব নাখালপাড়া এলাকায় ভ্যানে করে সবজি বিক্রি করেন। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা