হত্যা মামলা গ্রেপ্তার দেখিয়ে
আদালতে পাঠানো হলো সাবেক বিচারপতি খায়রুল হককে, এখনই চাওয়া হবে না রিমান্ড

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশের সহায়তায় যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে আদালতে নিয়েছে।
ডিবির যুগ্ম-কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘যাত্রাবাড়ী থানায় থাকা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এবিএম খায়রুল হককে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলার তথ্য পাওয়া গেছে।’
খায়রুল হককে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বর্তমানে তা তদন্ত করছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ ঢাকাটাইমসকে বলেন, ‘গতবছরের ১৯ জুলাই হওয়া একটি মামলায় এবিএম খায়রুল হক এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর ডিবি হেফাজত থেকে থানা পুলিশ তাকে আদালতে নিয়েছে।’
পুলিশি রিমান্ড চাওয়া হবে কি-না জানতে চাওয়া হলে ডিসি বলেন, ‘এখনই রিমান্ড আবেদনের সিদ্ধান্ত হয়নি; আমরা আজকে শুধু আদালতে পাঠিয়েছি।’
এর আগে বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে চারটি মামলার তথ্য মিলেছে।

মন্তব্য করুন