প্রথম ধাপে নুর-রাশেদসহ ৩৬ প্রার্থীর নাম ঘোষণা গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৭:৩৭| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৭:৫২
অ- অ+

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্বিতার জন্য গণঅধিকার পরিষদ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রথম ধাপে তাদের ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। পর্যায়ক্রমে ৩০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল তিনটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এই তালিকা ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের সিনিয়র নেতারা।

প্রথম ধাপের ৩৬ জন প্রার্থীর তালিকা নিচে দেওয়া হলো:

১. নুরুল হক নুর, সভাপতি, গণঅধিকার পরিষদ।

পটুয়াখালী-৩, নির্বাচনী এলাকাঃ গলাচিপা-দশমিনা, সংসদীয় আসনঃ ১১৩।

২. মোঃ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ।

সংসদীয় আসনঃ ৮২, ঝিনাইদহ-২।

৩. ফারুক হাসান, সিনিয়র সহ সভাপতি, গণঅধিকার পরিষদ

সংসদীয় আসনঃ ০৪, ঠাকুরগাঁও-২।

৪. হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , গণঅধিকার পরিষদ।

সংসদীয় আসনঃ ১৫৮, নেত্রকোনা-২, সদর-বারহাট্টা।

৫.আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক।

সংসদীয় আসনঃ ১৬২, কিশোরগঞ্জ-১, নির্বাচনী এলাকাঃ সদর-হোসেনপুর।

৬. শাকিল উজ্জামান, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক।

সংসদীয় আসনঃ ১৩১, টাংগাইল-২, নির্বাচনী এলাকাঃ গোপালপুর -ভূঞাপুর।

৭. হানিফ খান সজিব, উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ।

রংপুর-০১ গংগাচড়া, আসন নাম্বার-১৯।

৮. শহিদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ।

পটুয়াখালী-১, সদর-মির্জাগঞ্জ-দুমকি, সংসদীয় আসনঃ ১১১।

৯. আব্দুজ জাহের, নোয়াখালী-০৪, সদর-সুবর্চণর, সংসদীয় আসনঃ ২৭১।

১০. এ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী, উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ।

কুড়িগ্রাম-০৩ উলিপুর, সংসদীয় আসনঃ ২৭

১১. এ্যাড. আশরাফুল বারী নোমান, উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ।

হবিগঞ্জ-০৩, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই,

১২. এ্যাড. খালিদ হাসেন, উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ।

খুলানা-০৫, ডুমুরিয়া-ফুলতলা, সংসদীয় আসনঃ ১০৩।

১৩. আবদুর রহমান

গাজীপুর-০২, সদর-টঙ্গী, সংসদীয় আসনঃ ১৯৫।

১৪. কবীর হোসেন, উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ।

টাংগাইল-৬ নাগরপুর-দেলদুয়ার, সংসদীয় আসনঃ ১৩৫।

১৫. গোলাম সরওয়ার খান জুয়েল, সহ সভাপতি, গণঅধিকার পরিষদ।

পাবনা-২ সুজানগর-বেড়া।

১৬. মনজুর মোর্শেদ মামুন, সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া, সংসদীয় আসনঃ ২৯১।

১৭. তোফাজ্জল হোসেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গণঅধিকার পরিষদ।

টাংগাইল-৭, নির্বাচনী এলাকাঃ মির্জাপুর।

১৮. মোহাম্মদ জাহিদুর রহমান, সহ সভাপতি, গণঅধিকার পরিষদ।

মুন্সিগঞ্জ-১, নির্বাচনী এলাকাঃ সিরাজদিখান, শ্রীনগর।

১৯. এড. জাহিদুর রহমান, সদস্য, গণঅধিকার পরিষদ।

সিলেট-৬, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ, সংসদীয় আসনঃ ২৩৪।

২০. মোঃ শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি, গণঅধিকার পরিষদ।

কিশোরগঞ্জ-২, পাকুন্দিয়া-কটিয়াদী, সংসদীয় আসনঃ ১৬৩।

২১. আব্দুল কাদের প্রাইম, কক্সবাজার-১, পেকুয়া-চকরিয়া, সংসদীয় আসনঃ ২৯৪।

২২. শেখ শওকত হোসেন, আইন সম্পাদক, গণঅধিকার পরিষদ।

ঢাকা-১৯ সাভার-আশুলিয়া, সংসদীয় আসনঃ ১৯২।

২৩. ইব্রাহিম রওণক, সহ সভাপতি গণঅধিকার পরিষদ।

ঢাকা-০৫ যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলী, সংসদীয় আসনঃ ১৭৮।

২৪. কামরুন নাহার ডলি, যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ।

চট্টগ্রাম-০৯, বাকলিয়া-কোতোয়ালি-চকবাজার, সংসদীয় আসনঃ ২৮৬।

২৫. মির মোঃ শাহজাহান, সহ সভাপতি, গণঅধিকার পরিষদ।

রাজশাহী-০১, গোদাগাড়ী-তানোর, সংসদীয় আসনঃ ৫২।

২৬. মোঃ সুরুজ্জামান, সহসভাপতি গণঅধিকার পরিষদ, গাইবান্ধা জেলা।

গাইবান্ধা-০৩, সাদুল্লাপুর-পলাশবাড়ী, সংসদীয় আসনঃ ৩১।

২৭. সোহাগ হোসাইন বাবু, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক, গণঅধিকার পরিষদ।

নীলফামারি-০৩।

২৮. ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ, সদস্য, গণঅধিকার পরিষদ।

বরগুনা-০১ সদর, সংসদীয় আসনঃ ১০৯।

২৯. মুনতাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ।

সাতক্ষীরা-০১, তালা-কলারোয়া, সংসদীয় আসনঃ ১০৫।

৩০. ডা. এমদাদুল হাসান, আহবায়ক, গণঅধিকার পরিষদ চট্রগ্রাম দক্ষিণ জেলা।

চট্টগ্রাম-১২, পটিয়া, সংসদীয় আসনঃ ২৮৯।

৩১. মোঃ ইমরান খান রাসেল, শিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ-সম্পাদক, গণঅধিকার পরিষদ।

পিরোজপুর-০৩ মঠবাড়িয়া, সংসদীয় আসনঃ ১২৯।

৩২. ওয়াহেদুর রহমান মিল্কি, সহ সভাপতি, গণঅধিকার পরিষদ।

নারায়ণগঞ্জ-০৩ সোনারগাঁ, সংসদীয় আসনঃ ২০৬।

৩৩. মিজানুর রহমান ভূঁইয়া, আহবায়ক, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর।

ঢাকা-১৩ মোহাম্মদপুর।

৩৪. মোহাম্মদ ইলিয়াস হোছাইন, সহ সভাপতি, গণঅধিকার পরিষদ, মানিকগঞ্জ জেলা।

মানিকগঞ্জ-০১ ঘিওর-দৌলতপুর-শিবালয়

৩৫. রবিউল হাসান, পটুয়াখালী-০৪

৩৬. নাছরিন আক্তার লাকী, চট্টগ্রাম-০৩

(ঢাকাটাইমস/২৪জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে আবারও  ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করল সরকার
মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার
৭০ শতাংশ লিভার ক্যানসারের কারণ হেপাটাইটিস বি, বাংলাদেশে আক্রান্ত এক কোটি মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা