রাঙ্গুনিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া গলায় ফাঁস দিয়ে রিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া মডেল থানাধীন ৬ নম্বর পোমরা ইউপির ৫ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম পোমরা নবাবী পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত রিনা আক্তার রাঙ্গুনিয়া মডেল থানাধীন ৬ নম্বর পোমরা ইউপির ৫ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম পোমরা নবাবী পাড়ার জাহিদুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)
মন্তব্য করুন