‘কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হাসিনা দম্ভ করে বলেছিল, কুমিল্লার নামের আগে কু রয়েছে, এই কুমিল্লা নামে বিভাগ করা যাবে না। আমরা হাসিনাকে উৎখাত করেছি এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। আমরা বলতে চাই, কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট।
বুধবার (২৩ জুলাই) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে পদযাত্রার সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই পদযাত্রার ২৩তম দিনে কুমিল্লা জেলা ও মহানগর এনসিপি এ সভার আয়োজন করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল। কুমিল্লার উন্নয়ন কুমিল্লার মানুষের টাকাতেই হয়েছে। কুমিল্লার মানুষ রেমিট্যান্সযোদ্ধা। কুমিল্লায় উন্নয়নের নামে যে বিনিয়োগ হয়েছে তা একটি দলের পকেট ভারী করার জন্য। আমরা কুমিল্লার মানুষরা রাষ্ট্রীয় বঞ্চনার শেষ চাই।’
উত্তরবঙ্গে পদযাত্রার অভিজ্ঞতা উল্লেখ করে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা আগে উত্তরবঙ্গকে বঞ্চিত মনে করতাম। কিন্তু, উত্তরবঙ্গ ঘুরে আমরা কুমিল্লায় এসে দেখি কুমিল্লায় ঠিক করে টানা দুই কিলোমিটার রাস্তা ঠিক নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার এগুলো ঠিক না করলে আমরা নিজেরা টাকা তুলে তা ঠিক করব। ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোড নাকি মহাসড়ক। কিন্তু এখানে দুটো বাস একসাথে ক্রস করতে পারে না।’
কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের লড়াই শেষ হয় নাই। কুমিল্লাবাসী ঐক্যবদ্ধ হোন। এই কুমিল্লাতে বিএনপি-জামাত নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে। তাই কুমিল্লাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ ফিরে এলে ৪ কোটি সন্তানকে বাঁচিয়ে রাখবে না তারা।’
কুমিল্লা শেখ হাসিনার দুশ্চিন্তার বিষয় ছিল- এমন মন্তব্য করে কুমিল্লার দেবীদ্বার সন্তান হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কুমিল্লাতে সম্প্রীতির বন্ধন নষ্ট হতে দেওয়া যাবে না। কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷ কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট।’
কুমিল্লার মানুষ বিএনপি-জামাত-এনসিপি যা-ই করুক সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন হাসনাত।
এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাফসা জাহান, এনসিপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন জামিল সৌরভ, এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা আহবায়ক সিরাজুল ইসলাম।
সভার শুরুতে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ সভাটিকে শোকসভা ঘোষণা করা হয়।
এর আগে বিকাল পাঁচটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে পদযাত্রাটি শুরু হয়ে কুমিল্লা টাউনহলে এসে শেষ হয়। এ সময় কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা মিছিলে মিছিলে টাউনহল মাঠে জড়ো হয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান।
(ঢাকাটাইমস/২৩জুলাই/মোআ)

মন্তব্য করুন