সরকার চাইলে আমি চলে যাব, নিজে থেকে পদত্যাগ করব না: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১৭:৫৮| আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৮:০৩
অ- অ+

সরকার যদি মনে করে তার দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল, তাহলে তিনি পদ ছেড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরাব। তবে তিনি নিজে থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা রাখেন না, এমনকি নিজের দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা ছিল বলেও মনে করেন না।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। এর আগে তিনি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকার যদি মনে করেন আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। সেখানে আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ, আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।’

উল্লেখ্য, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানি ও সৃষ্ট ক্ষোভের প্রেক্ষিতে মঙ্গলবার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে। এর পরপরই শিক্ষাসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই প্রেক্ষাপটে শিক্ষা উপদেষ্টার অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকম অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম-কানুন আছে, সেটাই অনুসরণ করা হয়েছে।’

শিক্ষাসচিবের অব্যাহতি বিষয়ে তিনি বলেন, ‘এটা উচ্চতর কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে প্রশ্নের উত্তর আমি দিতে পারব না।’

পদত্যাগ করবেন কি-না এমন প্রশ্নে কিছুটা ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, ‘আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে, কিন্তু নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। আমার তো নিয়োগপত্রও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের ঘটনাগুলোর পরম্পরা বললাম, এখন ঠিক-বেঠিক আপনি-আপনারা বিচার করবেন। সরকার যদি মনে করে আমাকে সরিয়ে দেওয়া দরকার, তাহলে আমি নিশ্চিন্তে চলে যাব।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা