মাইলস্টোন ট্র্যাজেডি: শিক্ষক মাহেরীনের সাহসিকতার প্রশংসা মালয়েশীয় প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১৭:১৮
অ- অ+

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি শিক্ষক মাহেরীন চৌধুরীর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।

আজ বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শোক প্রকাশ করেন।

পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ঢাকায় একটি স্কুলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশির ভাগই শিশু। আহত হয়েছেন শতাধিক।

এই মর্মান্তিক ঘটনায় মাহেরীন চৌধুরী নামে এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন। তিনি প্রথমে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং পরে আরও শিক্ষার্থীকে বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যে আবারও ফিরে যান। তার অসাধারণ সাহস চিরস্মরণীয় হয়ে থাকবে।

আনোয়ার ইব্রাহিম আরও লেখেন, শোকের এই সময়ে আমরা বাংলাদেশের ভাই-বোনদের পাশে আছি। আমরা প্রতিটি হারানো প্রাণ ও বিধ্বস্ত প্রতিটি পরিবারের জন্য শোক প্রকাশ করছি।

শোকবার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখবেন বলে উল্লেখ করেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/মোআ)

(ঢাকাটাইমস/২২জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা