বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ২৩:৪৯| আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২৩:৫৩
অ- অ+

বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় স্থবির হয়ে পড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী ২৭ জুলাই (রবিবার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির কার্যক্রমও চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি জানান, “বিমান দুর্ঘটনার ঘটনায় আমাদের প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক—সবার ওপরই এর প্রভাব পড়েছে। তবে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। শেষ খবর পর্যন্ত এ ঘটনায় ৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আইএসপিআর।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত 
ভুল ট্রেনে টাঙ্গাইলে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩
নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি গ্যালমান শফি, সম্পাদক তোফাজ্জল রুবেল
শিক্ষার্থীদের জীবন রক্ষায় আত্মোৎসর্গকারী মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা