উত্তরায় বিমান বিধ্বস্ত

দগ্ধ ৪৪ জনের চিকিৎসা চলছে, ৮ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১৭:৪০| আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৭:৫৮
অ- অ+

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীন।

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা ক্রিটিকাল, ১৩ জন সিভিয়ার ও ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে।’ অধ্যাপক নাসির উদ্দীন জানান, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে।

বিদেশি চিকিৎসকদের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি। তিনি প্রতিটি রোগীর ব্যাপারে খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সকল রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা দেশি-বিদেশি সব ধরনের সহযোগিতা নিচ্ছি যাতে আহতদের দ্রুত সুস্থ করে তোলা যায়।’

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহতদের বেশিরভাগই ওই স্কুলের শিক্ষার্থী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা