মাইলস্টোন ট্র্যাজেডি: নিখোঁজ এক অভিভাবকের খোঁজ মিলছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১০:৪৪| আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১১:৫২
অ- অ+

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নতুন করে একজন অভিভাবকের নিখোঁজ হওয়ার তথ্য সামনে এসেছে। নিখোঁজ ওই অভিভাবকের নাম লামিয়া আক্তার। তার সন্তান প্রতিষ্ঠানটির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

ঘটনার পরদিন বুধবার (২৩ জুলাই) কলেজের গঠিত তদন্ত কমিটির সমন্বয়কারী লুৎফুন্নেসা লোপা জানান, “আমাদের কাছে এখন পর্যন্ত একজন অভিভাবকের নিখোঁজ থাকার তথ্য এসেছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

এর আগে মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ নিহত, আহত ও নিখোঁজদের তালিকা নির্ধারণ এবং অনুসন্ধানে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। সকালে মাইলস্টোনের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “যদি দুর্ঘটনায় কেউ নিখোঁজ থেকে থাকে, তবে অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। ইতোমধ্যে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।”

নিখোঁজের সংখ্যা নির্ধারণে প্রতিষ্ঠানটির রেজিস্টার খাতা ও অন্যান্য প্রশাসনিক নথিপত্র যাচাই করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে দুর্ঘটনা ঘিরে হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে—এমন দাবি করে কিছু মহল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগও উত্থাপিত হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটি কঠোর অবস্থান জানিয়ে বলেছে, “আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ যেন বিভ্রান্ত না হন।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের নির্ভুল তালিকা প্রস্তুত করতে বাংলাদেশ সরকার, সশস্ত্র বাহিনী প্রশাসন, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট হাসপাতালসমূহ একযোগে কাজ করছে। আমরা তথ্য প্রকাশে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করছি।”

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট ও স্কুলের অন্তত একজন শিক্ষার্থী নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এখনো তদন্ত চলছে এবং নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা