কুষ্টিয়ায় পাট জাগ দিতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১২:৫৫
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালীতে পাট জাগ দিতে গিয়ে মরা কালীগঙ্গা নদীতে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার চাঁদপুর ইউনিয়নের জঙ্গলী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— জাহিদুল ইসলাম (৪৫) ও ছেলে জিহাদ (৯)। জাহিদুল একই ইউনিয়নের রফি মণ্ডলের ছেলে।

জানা যায়, জাহিদুল চাঁদপুর ইউনিয়নের পেশায় একজন সরকারি কর্মচারী। তিনি কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার ছেলে জিহাদ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, জাহিদুল চাকরির পাশাপাশি কৃষিকাজ করতেন। মঙ্গলবার দুপুরে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরা কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান। কাজ শেষে দুপুর আড়াইটার দিকে ছেলে জিহাদকে কাঁধে নিয়ে নদীর মাঝখান থেকে তীরে ফিরছিলেন জাহিদুল। এ সময় তিনি হঠাৎ পানিতে ডুবে যান। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেও পানিতে তলিয়ে যায়।

ঘটনাটি নদীর তীরে থাকা স্থানীয় ফয়জুল হক (৬৫) নামে এক ব্যক্তি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়ে প্রথমে জিহাদ এবং পরে একই স্থান থেকে জাহিদুলের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ফয়জুল হক বলেন, জাহিদুল ছেলেকে কাঁধে নিয়ে তীরে ফিরছিলেন। হঠাৎ তাকে ডুবে যেতে দেখি। ছেলেটাও পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি স্থানীয়দের খবর দিই।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার জানান, নদীতে ডুবে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে রওনা দিই। তবে স্থানীয়রা আমাদের পৌঁছানোর আগেই লাশ দুটি উদ্ধার করে। কুমারখালী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন খাঁন বলেন, পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যুর খবর প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

(ঢাকা টাইমস/২৩জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিইসি ও ইসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সব দলের ঐকমত্য
ঐকমত্যের বৈঠক থেকে তিন দলের ‘ওয়াকআউট
শাহসুফি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (কঃ) ইন্তেকাল, বিএফইউজে মহাসচিবের শোক প্রকাশ
এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা